বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃক অায়োজিত বার্ষিক গবেষণা পরিকল্পনা প্রণয়ন ২০১৮-১৯ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অদ্য ২৯ অাগস্ট ২০১৮ শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত অাছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অাছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মো. রইছউল আলম মন্ডল। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত অাছেন মৎস্য অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব মো. গোলজার হোসেন এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সম্মানিত নির্বাহী চেয়ারম্যান ড. মো. কবির ইকরামুল হক। কর্মশালা সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সম্মানিত মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।